বিশ্বের মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসাবে সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ৯৬ হাজারের বেশি। মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ ২৮ হাজার মানুষের।
এরপরই ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের সংখ্যা রেকর্ড করা হয়েছে। লাতিন আমেরিকার দেশটিতে আক্রান্ত ১৩ লাখ ১৬ হাজার মতো। প্রাণহানি ছাড়িয়েছে ৫৭ হাজারের বেশি। নর্থ আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৩ হাজারের বেশি। মৃত্যু ১ লাখ ৬৫ হাজারের বেশি।
ইউরোপে আক্রান্ত ২৪ লাখের বেশি। মৃত্যু ১ লাখ ৯০ হাজার ৪শ’ ৭০ জন। সাউথ আমেরিকায় আক্রান্ত ২০ লাখ ৫৮ হাজারের বেশি। মৃত্যু প্রায় ৮০ হাজার। এশিয়ায় আক্রান্ত ছাড়িয়েছে ২১ লাখ ৬৩ হাজার। মৃত্যু প্রায় ৫৪ হাজার। এছাড়া আফ্রিকায় আক্রান্ত ৩ লাখ ৬৪ হাজার ৭শ’-এর বেশি। মৃত্যু ৯ হাজার ৩শ’ ৪৫ জন।
এছাড়া মেক্সিকোতে মোট প্রাণহানি ২৬ হাজারের বেশি। সংক্রমিত ২ লাখ ১২ হাজারের বেশি। কিছু এলাকায় সংক্রমণ বাড়তির দিকে হলেও মোটের হিসেবে নিম্নমুখী প্রবণতা অব্যাহত যুক্তরাজ্যসহ ইউরোপের সব দেশে।
Discussion about this post