বিশ্বাস
এমরান মাহমুদ প্রত্যয়
আমি টের পাই
জীবনের সমীকরণে বিষাদময় অস্তিত্ব।
ভাবনার যোগ বিয়োগে সমাধান
মেলানোর চেষ্টা করি,
স্বার্থের কাছে বিশ্বাস আজ শূন্য।
আমি জন্মলগ্ন থেকে কঠিন সত্যকে লালন করছি বুকের এই ছোট্ট জমিনে,
সত্যটা চিরকালই রূঢ়?
আপনজনেরাই আজ হয়েছে পর।
মন থেকে বিশ্বাসের স্মৃতিচিহ্ন হারাতে বসেছে প্রায়,
ভাবি মানুষ রুপি আমিও হয় তো মানুষ।
হাসি কাঁদি অবিনাশী হতে চাই!
দিন ফুরায় শেষ ঠিকানা খুঁজি
বিশাল আকাশ দিগন্ত জোরা পৃথিবী –
বিশ্বাসের স্বপ্ন বুনি এই নিসর্গে।
Discussion about this post