রাজধানীর দারুস সালাম থানার কল্যাণপুর এলাকায় বিকল হওয়া একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা নিয়ে আরেকটি প্রাইভেটকার। এতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
রবিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নামপরিচয় জানা যায়নি। লাশ তিনটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহতের নামপরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পর ধাক্কা দেয়া প্রাইভেটকারের চালকসহ আহত দুই যাত্রীকে পুলিশ হেফাজতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Discussion about this post