দশমিনা প্রতিনিধি:
করোনা ভাইরাস জনিত উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় পটুয়াখালীর দশমিনা উপজেলার হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে স্থানীয় প্রশাসন। আজ রবিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় শুরু হয় এ কার্যক্রম। উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস জানান বেতাগী সানকিপুর ইউনিয়নের ১০০ পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে গরীব ও অসহায় পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে। এ সময় উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজীজ, ০২ নং বেতাগী সানকিউপুর ইউপি চেয়ারম্যান মোঃ মহিবুল আলম উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, করোনা ভাইরাসের হাত থেকে বাঁচাতে দশমিনা উপজেলার লোকজনকে বাড়িতে থাকতে বলা হয়। এতে দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলো সমস্যায় পড়েন। এসব মানুষের মাঝে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ বিতরণ করা হয়। দেয়া হয় চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস জানান, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ত্রাণ সামগ্রী সকাল থেকে উপজেলার বেতাগী সানকিপুর ও রনগোপালদী দুটি ইউনিয়নে মোট ২৭৪ পরিবারের মাঝে বিতরন করা হয়েছে এসময় প্রত্যেক পরিবারকে ০৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১কেজি ডাল, ১ লিটার তেল, সাবান বিতরণ করা হয়। এ ত্রান কার্যক্রম উপজেলা ব্যাপি ধারাবাহিক ভাবে পরিচালনা করা হবে।
Discussion about this post