বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বাগদাদের তায়ারান স্কোয়ারে একটি কাপড়ের মার্কেটে এ হামলা হয়।
ইরাকের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছে, বোমা বহনকারী দুইজন আত্মঘাতী নিজেদের উড়িয়ে দেয়। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে জঙ্গি সংগঠন আইএস এ হামলা করে থাকতে পারে। এ হামলার পর ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
২০১৭ সালে আইএসের বিরুদ্ধে যুদ্ধে ইরাক সরকার জয় পেলেও এখনো আইএস জঙ্গিরা গোপনে দেশটিতে হামলা চালিয়ে যাচ্ছে। এর আগে, ২০১৮ সালে একই স্থানে আইএসের আত্মঘাতী বোমা হামলায় ৩৫ জন নিহত হয়।
Discussion about this post