জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বায়োপিক নির্মাণ করছেন শ্যাম বেনেগাল। আলোচিত এ চলচ্চিত্রে শেষ পর্যন্ত কারা অভিনয় করছেন, সে বিষয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। কারণ পাত্র-পাত্রীর বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি এখনো। তবে তার আগেই বিএফডিসির বিভিন্ন স্পটে শুরু হয়েছে চলচ্চিত্রটির শুটিং সেট তৈরির কাজ। যেখানে তৈরি হচ্ছে রাজপথ, দেয়ালে রাজনৈতিক স্লোগান, নেতার ব্যবহৃত গাড়ি প্রভৃতি। সব কিছু ছাপিয়ে নজরে এসেছে জহির রায়হান কালার ল্যাবের পাশের সড়কে নির্মাণ করা চলতি শুটিং সেটের একটি জিপের সামনে থাকা আরিফিন শুভকে! বাস্তবে নয়, যেখানে শুভর একটি বড় কাটআউট ছবি রাখা হয়েছে। যার গলায় পরানো হলো গাঁদা ফুলের মালা!
যে ছবি দেখে আরও স্পষ্ট হলো- এ ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে সত্যিই অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই ছবির উল্লেখযোগ্য নায়ক আরিফিন শুভ। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি ছবির নির্মাতা শ্যাম বেনেগাল কিংবা আরিফিন শুভ- দুজনের একজনও। শ্যাম বেনেগাল বলেন, ‘দেখুন এ ব্যাপারে আমার কিছু বলা এখনই শোভা পায় না। এ ছবি উভয় সরকারের প্রযোজনায় নির্মিত হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবেন।’
তিনি আরও ইঙ্গিত দেন, খুব শিগগিরই সরকারের কাছ থেকে বঙ্গবন্ধুসহ অন্যান্য ভূমিকায় কারা অভিনয় করছেন, শিল্পীদের সেই নামের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। সেই তালিকায় বাংলাদেশের শিল্পীরা সংখ্যায় অনেক বেশি হলেও ভারতেরও কয়েকজন অভিনেতা-অভিনেত্রী থাকছেন।
জানা গেছে, ছবিটির জমকালো মহরত হতে যাচ্ছে মুজিববর্ষের প্রথম দিনেই (১৭ মার্চ)। মূলত সেই মহরতের অংশ হিসেবে এফডিসিতে শুরু হলো সেট তৈরির প্রক্রিয়া। সেটের সঙ্গে যুক্ত আছেন, এমন কয়েকজন বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও প্রত্যেকেই নাম প্রকাশে অনিচ্ছুক। গতকাল এফডিসি ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি শুটিং ফ্লোর, জহির রায়হান কালার ল্যাবের পাশের সড়ক-দেয়ালসহ বেশিরভাগ জায়গায় চলছে ছবি সংশ্লিষ্ট সেট তৈরির কাজ।
একাধিক সূত্র জানিয়েছে, এফডিসি ছাড়াও ঢাকার অদূরে কবিরপুর বঙ্গবন্ধু ফিল্ম সিটিতেও ছবিটির শুটিং হবে
Discussion about this post