মিজানুর রহমান ইমন, স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ জেলার মাধবপুরে প্রেমিকের বিষ পানের খবর পেয়ে প্রেমিকা গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে, পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, (১৪জুন) রবিবার উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের কুলসুমা বেগম (১৭) নামে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে । সূত্রে আরো জানা যায় যে, মাধবপুর উপজেলার নারায়ণপুর গ্রামের আনছর আলীর মেয়ে কুলসুমা । তার পিতা জানান, আমার মেয়ে পোশাক কারখানায় কাজ করতো, বেশ কিছুদিন যাবত হৃদয়ের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে, তাদের মাঝে এক পর্যায়ে প্রেমের সম্পর্কের গভীরতা বাড়তে থাকে প্রেমিক হৃদয় প্রেমিকা কুলসুমাকে বিয়ে করতে ব্যাকুল হয়ে উঠে । এর মাঝে প্রেমিকা কুলসুমা খবর জানতে পারে, হৃদয় আগে একটি বিয়ে করেছে এই খবর পাওয়ার পর প্রেমিকার মনে তীব্র অভিমান জন্ম নেয় ফলে তার সাথে কুলসুমা কথা বলা বন্ধ করে দিয়ে তাকে এড়িয়ে চলার চেষ্টা করে, এক পর্যায়ে (১৩জুন) শনিবার প্রেমিক হৃদয় বিষ পান করে আত্মহত্যা করার চেষ্টা করে, পরে তাকে আশংকা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা করা হয়, প্রেমিক হৃদয়ের বাড়ি নয়াপাড়া রেলস্টশন এলাকাতে । এই খবর পেয়ে নিজ বাড়ির ঘরে গলায় উড়না পেচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে প্রেমিকা কুলসুম । মাধবপুর থানার এস আই মাহবুব রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে । মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
Discussion about this post