আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ
করোনাভাইরাস প্রাদুর্ভাবে সংকটকালীন সময়ে সমাজের অসহায় ও কর্মহীন মানুষদের খুঁজে বের করে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ ১২ এপ্রিল রাতের অন্ধকারে জেলা প্রশাসনের মাধ্যমে, সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সকল জেলাবাসীর উদ্যোশে সবাইকে উদ্বিগ্ন না হয়ে সচেতন থাকা, সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জোর আহ্বান জানানো হয়, যেহেতু করোনাভাইরাস (কোভিড-১৯) এর কোন প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয় নাই তাই সকলের সম্বলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিরোধ করাই একমাত্র উপায়। সেই সাথে ত্রাণ বিতরণের সময় যেন শৃঙ্খলা ও সামাজিক দূরত্ব বজায় থাকে সেই দিকে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সকলকে সতর্ক থাকতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান করা হয়।
Discussion about this post