আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের প্রত্যেক ঘরের দরজায় সরকারি ত্রাণসামগ্রী পৌছে দেয়া হচ্ছে। আপনারা ঘরে থাকুন। সরকারি ত্রান সাহায্য পাওয়ার ক্ষেত্রে যে ব্যক্তি সত্যিকার যোগ্য, তার কাছে বুঝিয়ে দিতে সবাইকে সনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী।
তার প্রতিনিধিত্বে ৪ঠা এপ্রিল সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের ব্যাংদহা আশ্রয়ন প্রকল্পের ১শতটি পরিবারের ঘরে ঘরে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে সরকারি এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়, এর আগে গত ২ এপ্রিল সদরের এল্লারচরে অবস্থিত আশ্রয়ান প্রকল্পের ১৬৩ টি পরিবারে উক্ত ত্রাণ সামগ্রী পৌছানোর ব্যবস্থা করা হয়।
Discussion about this post