ADVERTISEMENT
মো: আক্তার হোসেন: উন্নয়নের যোয়ারে বাসছে মোগলগাঁও ইউনিয়ন কীন্তু উন্নয়নের ধরা ছোঁয়ার বাহিরে পীরেরগাও সরকারী প্রাথমিক বিদ্যলয়ের রাস্থা কীন্তু কেন প্রশ্ন রাখছেন জনতা
সিলেট জেলা সদর উপজেলার ৭ নং মোগলগাঁও ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডের পীরেরগাঁও হারিছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হোয় ১৯৭৭ ইংরেজীতে জাতীয়করন করা হয় ২০১৩ সালে পূর্ননির্মান হয় ১৯৯৩/১৯৯৪ ইংরেজীতে বাস্তবায়নে এল জি ই ডি সিলেট সদর সিলেট
সেইকাল থেকে বর্তমান ২০২০ সাল পর্যন্ত এখনো সিলেট জেলা সদর উপজেলার ৭ নং মোগলগাঁও ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডের পীরেরগাঁও হারিছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এর রাস্থার বেহাল অবস্থা সেই মূল থেকেই আজ ও পায়নাই উন্নয়নের ছোঁয়া গন্ধ।
বিদ্যালয়ে শত শত ছাত্র ছাত্রী এই রাস্থা দিয়ে রোজ বিদ্যালয়ে আশা জাওয়া করেছেন পেক কাদা দিয়ে
অনেক সময় বেশ কয়েক বার সেই রাস্থা হওয়ার স্বপ্ন দেখা দিয়েছিল তবুও স্বপ্ন বাস্তবিত হয় নাই প্রভাবশালী কিছু ব্যাক্তি এবং বিভিন্ন সার্থেরজন্য
এলাকার কিছু মানুষ কে জিগ্যাস করা হলে যানাযায় এই রাস্থার জন্য অনেকবার কাজের জন্য সরকারী ভাবে কাজের উদ্যাগ নিয়ে আশা হয় কীন্তু কাজ হয় নায় এই রাস্থায় যদি উন্নয়ন না হয় তা হলে এলাকার একটা দুর্নাম হচ্ছে এবং এই পেক কাদা দিয়ে আমাদের কচি ছোট ছোট বাচ্চারা শিক্ষার জন্য যায় অনেক কষ্ট হয় তাদের চলাচল করতে
সামান্য বৃষ্টি হলেই হয়ে যায় বন্যা ডুবে যায় রাস্থা মেলেনা কোনো হদিস তখন
অনেক সময় দেখা গেছে এই পেক কাদা দিয়ে আমাদের সন্তান জাওয়ার সময় পা পিছলে পরে যায় এতে বিদ্যালয়ে জাইতে পারে না এবং পায়ে হাতে ব্যাথা পায়।
এই দিকে যোগের পর যোগ পার হয়ে গেছে কিন্তু রাস্তা সংস্কারের উদ্যোগ কেউ নেন নাই কখন অনেক সময় নিলে ও কোনো ব্যাস্তবায়িত করতে পারেন নাই কেও ই
এলাকাবসী উপজেলা নির্বাহী অফিসার , উপজেলা চেয়ারম্যান , এবং উক্ত ইউনিয়ন চেয়ারম্যান এর সু দৃষ্টি কামনা করছেন।
Discussion about this post