আজ রবিবার সকালে নরসিংদী জেলার শিবপুর উপজেলার কুমারদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের কাঠমিস্ত্রি বাদল মিয়ার স্ত্রী নাজমা বেগম, বাড়ির মালিক তাজুল ইসলাম ও তার স্ত্রী মনোয়ারা বেগম। আটক করা হয় একজনকে।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে ভোরে নাজমা ও তার স্বামী বাদল মিয়ার মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে স্ত্রী ও সৎ ছেলেকে কুপিয়ে আহত করে বাদল। চিৎকার শুনে বাড়ি মালিক তাজুল ইসলাম ও তার স্ত্রী মনোয়ারা বেগম এগিয়ে গেলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা বাদল মিয়াকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
Discussion about this post