মানিকছড়ি উপজেলার পশ্চিম গবামারা এলাকায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সাজেদুল ইসলাম সৌরভ (১০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে ও গচ্ছাবিল জমিরিয়া তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্র ছিল।
ঘটনা সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, স্থানীয় কয়েকজন শিশুর সাথে বিলে মাছ ধরতে গিয়ে চলমান পানির প্রবাহে তৈরি হওয়া ডোবায় পড়ে মারা যায়। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ করা হয়নি।
Discussion about this post