ADVERTISEMENT
করোনা ভাইরাস চিকিৎসায় নতুন করে দুই হাজার চিকিৎসক ও ছয় হাজার নার্স নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে গণভবন থেকে রাজশাহী বিভাগের জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে এ কথা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার দিকে বিশেষ করে দৃষ্টি দিচ্ছি। প্রত্যেক জেলায় ভালো হাসপাতাল ও আইসিইউয়ের ব্যবস্থা করব। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, করোনাভাইরাসের চিকিৎসা করার জন্য বিশেষভাবে নতুন দুই হাজার ডাক্তার নিয়োগ দেব। যারা ইতোমধ্যে বিসিএস পরীক্ষা দিয়ে রয়ে গেছে তাদের নিচ্ছি। আর ছয় হাজার নার্সও নিয়োগ দেব। এটার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আমি নিজে মিটিং করে সব ঠিকঠাক করে দিয়েছি।
তিনি আরো বলেন, বিশেষ করে করোনাভাইরাসের ওপর নতুন নিয়োগপ্রাপ্তদের ট্রেনিং দেয়া হবে। বিদেশ থেকে লোক এনেও ট্রেনিং করানো হবে। ট্রেনিং নিয়ে তারা করোনা রোগীদের চিকিৎসা দেবে, সে ব্যবস্থা নিচ্ছি।
শেখ হাসিনা বলেন, আইসিইউ পরিচালনার জন্য স্পেশাল ট্রেনিং দেয়া হবে। পর্যায়ক্রমে প্রতিটি জেলায় আইসিইউ করে দেব, যাতে করে কোনো জায়গায় মানুষ চিকিৎসা পাচ্ছে না, এমনটি না হয়।
Discussion about this post