গত ২৪ ঘণ্টায় দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৩১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৫০৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৯ জনে। ২৪ ঘণ্টায় ৪জনসহ সুস্থ হয়েছেন ১১২ জন। শুক্রবার দুপুরে অনলাইন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় যে চার জনের মৃত্যু হয়েছে তারা সবাই ঢাকার।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৬৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
Discussion about this post