এমরান মাহমুদ প্রত্যয়,আত্রাই(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই ও রানীনগর উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ সংসদীয় আসন। গত ২৭ জুলাই এ আসনের এমপি ইসরাফিল আলম মারা যাওয়ায় আসনটি শুন্য হয়। এ শুন্য আসনে উপ-নির্বাচনকে লক্ষ করে ইতোমধ্যে এ আসন থেকে আওয়ামীলীগের কয়েকজনের নাম শোনা যাচ্ছে। অপরদিকে বিএনপি কেন্দ্র থেকে সাড়া পাবার অপেক্ষায় রয়েছে। তবে কে পাচ্ছেন নৌকা প্রতীক তা নিয়ে দ্বিধাদ্বন্দে রয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর)আসনের উপনির্বাচনে এমপি পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য আত্রাই রাণীনগর এলাকা বাসীর দোয়া সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের আর্শীবাদ নিয়ে সামনে এগুনোর প্রত্যয় ব্যক্ত করেছেন মোঃজাহিদুল ইসলাম। তিনি বলেন,আমি কাজে বিশ্বাসী কথায় নয়? বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।আমি মনে করি কাজ ছাড়া কোন দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারেনা।কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে এলাকাবাসী উপকৃত হবে। আমার পরিকল্পনা আছে মানুষের জন্য কিছু করার দেশকে কিভাবে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া যায় সেই ধারাবাহিকতায় এলাকায় একটি পাওয়ার প্লান্ট করতে পারলে এলাকার শিক্ষিত বেকারদের কর্মসংস্থান হবে।শিল্পউন্নয়ন হিসেবে আত্রাই রাণীনগর উপজেলাকে গড়ে তুলায় আমার মূল লক্ষ্য। দেশে বর্তমানে ঘুষ ছাড়া চাকুরী হয় না।সব কিছুতেই ঘুষের রাজত্ব।আমি চাই এই ঘুষ বাণিজ্য বন্ধ হোক।আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে উন্নয়নের ধারা অব্যাহত রেখে এলাকার ২০% লোকের কর্মসংস্থান করে দেব বন্ধ করবো ঘুষ বাণিজ্য ইনশাআল্লাহ। তিনি আরো বলেন,গ্রাম থেকে উঠে আসা মানুষ আমি,জীবন যুদ্ধে হার মানতে শিখিনি।আমার এলাকার বেশি ভাগ মানুষই গরীব,আর কৃষির উপর নির্ভরশীল। আমি চাই কৃষিখাতকে উন্নত করতে।উন্নত দেশের সাথে তাল মিলিয়ে উন্নত যন্ত্রপাতির সাহায্যে যদি সময়ের সাথে কাজ করে খরচ ও সময় দুই ই বাঁচানো যায় তাহলে লাভ হবে জনসাধারণ সহ দেশের। আমাকে যদি নির্বাচিত করা হয় আমি চেষ্টা করবো বহির বিশ্বের সাথে আমার সোনার বাংলাকে এগিয়ে নিতে। মোঃ জাহিদুল ইসলাম সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন,আমি আওয়ামী পন্থি।মুজিব আদর্শের মানুষ আমি। আমাকে যদি আওয়ামী লীগ থেকে কার্ড নাও দেওয়া হয় এলাকার উন্নয়নের স্বার্থে সতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকতে চাই।তিনি দুর্নীতি বাজদের নিজ হাতে দমন করতে চান।আইন সম্পর্কে তিনি বলেন দেশে আইনের অবস্থা খুব খারাপ। বিচার নেই বললেই চলে।তিনি আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে তার অভিব্যক্তি ব্যক্ত করেন। তিনি আরো বলেন,বিগত ৫০ বছরে আত্রাই রাণীনগরে কাজের যে উন্নয়নের গতি,শুধু কিছু রাস্তাঘাট ছাড়া অন্য কিছুর উন্নয়ন হয় নাই। আমি চাই এলাকার মানুষের পাশে দাঁড়াতে তাদের সুখ দুঃখের অংশিদার হতে। তিনি উন্নয়নের রুপকার ও শিল্পউন্নয়ন এলাকা হিসেবে আত্রাই রাণীনগর এলাকা একটি রোল মডেল করে গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করেন,এবং আত্রাই রাণীনগর বাসীর দোয়া ও আর্শীবাদ কামনা করেন।
Discussion about this post