অন্তর আহম্মেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ প্রাইম ল্যাব এন্ড হসপিটালে পাইলস এর অপারেশন করার জন্য বদলগাছী কাষ্টডোবের মোঃ রবিউল ইসলামের স্ত্রী মোছাঃ আসমা বেগমকে গত সোমবার ১০.০৮.২০২০ইং তারিখে সকালে হাসপাতালে ভর্তি হোন ১১.০৮.২০২০ইং দুপুর ০১.৩০সময় অপারেশনের জন্য অপারেশন রুমে নিয়ে গিয়ে পাইলস এর অপারেশন না করে, বুকে পিত্তের থলিতে অপারেশন করেন ডাঃ মোক্তার। রুগীর বিষয়ে না জেনে, রুগীর ফাইল না দেখে রোগীর অপারেশন করে পিত্তথলি কেটে ফেলেন এবং পরে রোগীর সাথে থাকা ফাইল দেখে বুঝতে পারেন রোগীর পাইলসের সমস্যা, পরে পাইলস অপারেশন করেন। ভুল অপারেশনের বিষয়ে রুগীকে কিছু না জানিয়ে চলে যায় ডাক্তার মোঃ মোক্তার হোসেন, রুগী কেবিনে গিয়ে কাপড় পরিবর্তন এর সময় বুকে কাটা দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে পারে তার বুকে পিত্তথলিতে অপারেশন করা হয়েছে। এ-ই বিষয়ে প্রাইম ল্যাব এন্ড হসপিটালের পরিচালক ডাঃ ইস্কেন্দার বলেন, হাসপাতালে অপারেশনের জন্য একসাথে পাঁচ জন রুগী অপারেশন রুমে ছিল তার মধ্যে ৪জন পিত্তথলিতে পাথরের অপারেশন করার কথা ছিল। ভুল করে ডাঃ মুক্তার হোসেন এম,বি,এস, এফ,সি পি,এস (সার্জারী) মোছাঃ আসমা বেগম এর ফাইল না দেখে বুকে অপারেশন করে পিত্তথলি কেটে পাথরের না পেয়ে, ফাইল দেখে ভুল বুঝতে পারে, পরে পাইলস এর অপারেশন করেছেন। এখন রুগী সুস্থ আছেন। হসপিটালে ষষ্ঠ তলায় ১৫ নম্বর কেবিনে আছেন, আমারা রোগীর ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছি। ডাঃ মুক্তার এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য ফোন করলে মোবাইল বন্ধ পাওয়া যায়। মোছাঃ আসমা বেগম বলেন আমার এখন শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে এবং বুকে ব্যথা হচ্ছে আমার ভুল অপারেশন করা হয়েছে। আমার এ-রকম ভুল চিকিৎসা হয়েছে যেন আর কারো না হয়, আমি এর বিচার চাই।
Discussion about this post