অন্তর আহম্মেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ করোনা যুদ্ধে সম্মুখ যোদ্ধাদের মধ্যে অন্যতম পুলিশ সদস্যরা। করোনার এই মহামারি সময়ে নওগাঁ জেলা পুলিশর যে সব সদস্যরা ডায়াবেটিক, শ্বাসকষ্ট এ্যাজমা, উচ রক্তচাপ সহ নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিত রয়েছেন তাদের নিয়ে বিশেষ স্বাস্থ্য সচেতনতা বিয়ষক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার নওগাঁ জেলা পুলিশের আয়াজনে পুলিশ লাইন্স ড্রিল সেডে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বােধন করেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মানান মিয়া বিপিএম। এসময় অন্যান্যর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, ফারজানা হোসেন, সহকারী পুলিশ সুপার সুরাইয়া আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের বিশষজ্ঞ ডাক্তার দ্বারা দিনব্যাপী দুই শতাধিক পুলিশ সদস্যদের এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
Discussion about this post