স্টাফ রিপোর্টার আব্দুল মতিন (মাসুদ)
ময়মনসিংহের ধোবাউড়ায় এতিমখানায় প্রধান মন্ত্রীর ত্রান তহবিল থেকে ৮টি এতিমখানায় নগদ ৮০হাজার টাকা প্রদান করা হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রী শেখহাসিনার ত্রান ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত ৮০ হাজার টাকা এতিম দুঃস্থ শিক্ষার্থীদের জন্য ধোবাউড়া উপজেলার ৮ টি কওমী মাদ্রাসার এতিমখানার কর্তৃপক্ষের মাঝে আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম,উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম স্বারণী। বৃহস্পতিবার সকাল ১০ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গলইভাঙ্গা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা,ঘোঁঘগাও জামিয়া মিরাসিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা এতিম খানা,ছান্দেনগর জামিয়া হোছাইনিয়া আরশাফুল উলুম ও এতিমখানা,উত্তর রাণীপুর সাহেবীয়া নুরুল উলুম মাদ্রাসা ও এতিমখানা,ছোট মুন্সীপাড়া নুরুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, বাগপাড়া মেফতাহুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা, জামিয়া নুরীয়া দক্ষিন মাইজ পাড়া মাদ্রাসা ও এতিমখানা, পশ্চিম সোহাগীপাড়া দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা এই ৮ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।পরে দেশ ও জাতীর কল্যাণ ও প্রয়াত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজ করা হয়।মোনাজাতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মহামারী করোনা ভাইরাস থেকে জাতির মুক্তির জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
Discussion about this post