ময়মনসিংহের ধোবাউড়ায় পুলিশ প্রশাসনের উদ্যোগে “”মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার”” এই স্লোগানকে সামনে রেখে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ আজ ধোবাউড়া সদর ইউনিয়ন দর্শা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আলী আহমেদ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) অফিসার মোঃ চাঁদ মিয়া, ধোবাউড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ মনোয়ার হোসেন রিপন, ধোবাউড়া উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফাহোসেন খান কামাল খান উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ বরকত উছমান, ৮নং ইউপি সদস্য মোঃ নূরুল হক, প্রমুখ।
Discussion about this post