ময়মনসিংহের ধোবাউড়া থেকে আব্দুল মতিন (মাসুদ) ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর বাজারস্থ এলাকায় বুধবার ১৫/জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে কয়েকটি বাড়ি থেকে বিপুল পরিমান চোলাই মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে থেকে, দুইজন আটক করাহয়। ভ্রাম্যমান আদালতের কাছে স্বীকার করেন যে, তারা নিয়মিত চোলাই মদ সেবন করেন, উৎপাদন করেন, বিক্রয়ের উদ্দ্যেশ্যে সংরক্ষণ করেন এবং তা বিক্রি করেন। দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ও ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। ধোবাউড়া উপজেলা কে মাদক মুক্ত করতে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান।
Discussion about this post