ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি আব্দুল মতিন( মাসুদ): ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সদর ইউনিয়নের বিলপার গ্রামে শ্মশান খলার উত্তর পাশে মোঃ হাছেন আলীর বাড়ির পাশের নালা থেকে তার বাসার ভাড়াটিয়া সাইফুল ইসলামের স্ত্রী ফরিদার(৩২) ভাসমান লাশ উদ্ধার করে ধোবাউড়া থানা পুলিশ। স্থানীয় সুত্রে জানাযায় আজ থেকে প্রায় দুই মাস পনের দিন আগে মোঃ সাইফুল ইসলাম তার পরিবার নিয়ে হাসেন আলীর বাড়িতে বাসা ভাড়া নেয়। জানা গেছে সাইফুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রী, ছেলে মেয়ে সহ তার ৩টি সন্তানও রয়েছে। ৮/জুলাই বুধবার সকালে আনুমানিক ১০ ঘটিকার সময় কোন এক পথচারীর একজনের চোখে পরে হাসেন আলীর বাড়ির পাশেই নালার মাঝে পানির উপরে একটি মহিলার লাশ, ভাসছে, তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আশে,পরে এলাকাবাসী থানায় খবর দিলে হালুয়াঘাট সার্কেল মোঃ খলিলুর রহমান ও ধোবাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এবিষয়ে জানতে চাইলে এ.এসপি হালুয়াঘাট সার্কেল মোঃ খলিলুর রহমান বলেন তদন্ত চলছে, এটি হত্যা, কিনা দুর্ঘটনা এখনো বলা যাচ্ছে না।
Discussion about this post