ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদোগে কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রকল্পের অাওতায় কম্বাইন হারভেস্টার ধাঁনকাটার মেশিন বিতরণ করা হয়।ধোবাউড়া সদর ইউনিয়নের রাজিবপুর গ্রামের কৃষক হাফিজ উদ্দিনকে এ মেশিন আনুষ্ঠানিক ভাবে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম,সহকারী কমিশনার (ভূমি) কাবেরী জালাল ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক বিতরণ করেন। উল্লেখ্য ১২ লাখ টাকা মুল্যের এই মেশিন ৬ লাখ টাকা সরকার ভর্তুকি দিচ্ছে।এতে মাত্র ৬ লাখ টাকা দিয়ে কৃষক ১২ লাখ টাকার ধাঁন কাটার মেশিন পাচ্ছে।এই কম্বাইন হারভেস্টার ধান কাটার মেশিন দিয়ে ৪ লিটার ডিজেল খরচ করে ১ ঘন্টায় এক একর জমির এক সাথে ধান কর্তন,মাড়াই,ঝাড়াই,ও বস্তাবন্দী করা যাবে।কৃষি কর্মকর্তা ওমর ফারুক জানান যে কোন আগ্রহী কৃষক এই ধরনে মেশিন নিতে চাইলে সরকার দিতে প্রস্তুত আছে।
Discussion about this post