আব্দুল মতিন ধোবাউড়া প্রতিনিধি
ধোবাউড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্তমান পরিস্থিতিতে জরুরী ত্রান তহবিল গঠনের লক্ষ্যে জরুরী সভা উপজেলা হল রুমে, অনুষ্ঠিত হয়। উক্তসভায় উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মিঃ জুয়েল আরেংএমপি সকল ইউপি ইউপির চেয়ারম্যান বৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি। জরুরী সহায়তার লক্ষ্যে উপজেলা জরুরী ত্রাণ তহবিল গঠন করা করা হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতিতে যে সকল জনগণ দূর্ভোগে পড়েছেন, তাদের কাছে ত্রাণ পৌছে দেয়া হবে। সকল ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি, মসজিদ কমিটি, স্থানীয় রাজনৈতিক প্রতিনিধি দের নিয়ে কোন রকম দ্বৈততা পরিহার অর্থাৎ যারা বিভিন্ন ভাবে সরকারি সাহায্য পাচ্ছে তাদের বাদ দিয়ে যারা বর্তমান সময়ে এই পরিস্থিতিতে পড়েছেন তাদের তালিকা করুন। আমরা সকলে মিলে চেষ্টা করলে ইনশাআল্লাহ দুর্যোগ কাটিয়ে উঠা সম্ভব।উপজেলা জরুরী ত্রাণ তহবিল হিসাব নং- ৩৩২৬৬০২০০২১২৬ সোনালী ব্যাংক ধোবাউড়া শাখা উপজেলার কোথাও কেউ না খেয়ে থাকলে যোগাযোগ করুন উপজেলা নির্বাহী অফিসার ০১৭৩৩৩৭৩৩৪৪
Discussion about this post