ময়মনসিংহের ধোবাউড়ায় আব্দুল মতিন( মাসুদ): : গতকাল (২৭জুন)শনিবার সন্ধ্যায় ধোবাউড়া উপজেলাধীন ১নং দক্ষিন মাইজপাড়া ইউনিয়নের পুঁটিমারি বাজারে আচঁমকা ঘুর্নিঝড়ের সৃষ্টি হয় ঘুর্নিঝড়ের কবলে পড়ে পুটিমারী বাজারের বেশ কিছু দোকানপাঠ একই সাথে পার্শ্ববর্তী গোসাইপুর ও ভেঁদিকোড়া গ্রামের বাজারও আশপাশের এলাকর প্রায় শতাদিক ঘর বাড়ির ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতি গ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল, প্রকৌশলী কর্মকর্তা মোঃ জাকির হোসেন। জানান সন্ধ্যা ৬টার দিকে আচমকা ঘুর্ণিঝড়ের সৃষ্টি হয় এবং এই ঝড়ের কবলে পড়ে পুটিমারী এবং ভেঁদিকোড়া বাজারের দোকানপাঠ গুলোর ব্যপক হ্ময়হ্মতি হয়েছে। এ ঝড়ের তাণ্ডবে উড়ে গেছে বেশ কয়েকজন দোকান মালিকের ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চাল। পুটিমারি বাজার নিকটবর্তী গ্রামের এক কৃষকের তিনটি গরু নিখোজ রয়েছে তার মধ্যে একটি গরু মৃত অবস্থায় পাওয়া গেছে তবে কেউ হতাহত হয়নি।
Discussion about this post