নিজেদের শততম টি-টোয়েন্টি ম্যাচে জয় তুলে বেশ ফুরফুরে মেজাজে টাইগাররা। টাইট শিডিউলের কারণে ওয়ানডে সিরিজ শেষে মাত্র একদিনের বিরতির পরই শুরু হয় টি-টোয়েন্টি সিরিজ। তবে প্রথম ম্যাচের পর কোনো বিরতি নেই। আজ বিকেলেই মাঠে নামবে টিম টাইগার্স।
প্রথম টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে ১০২ রানের পার্টনারশিপ, এই ম্যাচেও তাই স্পটলাইট থাকবে নাঈম-সৌম্যের ওপর। বোলিংয়ে ছন্দে আছেন মুস্তাফিজ, শরিফুল আর সাইফউদ্দিন। এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।
এর আগে, তিন ম্যাচ সিরিজের ৩য় ও শেষ ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। তামিমের নেতৃত্বে প্রায় এক যুগ পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ২০০৯ সালে জিম্বাবুয়ের মাটিতে শেষ সিরিজ জয় পেয়েছিল বাংলাদেশ। এর পর ২০১১ ও ২০১৩ সালে হেরেছিল।
Discussion about this post