আজহারুল ইসলাম সাদী, জেলা প্রতিনিধিঃ দৈনিক সর্বকন্ঠে সংবাদ প্রকাশের পর যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপে, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান (নাইম) এর সার্বিক ব্যবস্থাপনায়, কালীগঞ্জ উপজেলা যুবলীগের পক্ষ থেকে ৮নং ভাড়াশিমলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব ভাড়াশিমলা বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন রাস্তায় জলাবদ্ধতা দূরীকরণে পদক্ষেপ গ্রহন করা হয়েছে। যার ফলে এলাকার মানুষের দীর্ঘদিন দুর্ভোগের লাঘব হয়েছে। এখানে একটু বৃষ্টি নামলেই মসজিদের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হতো। দৈনিক সর্বকন্ঠে সংবাদ প্রকাশ হওয়ায় অত্রালাকার সিরাজুল ইসলাম সহ মুসুল্লিরা দৈনিক সর্বকন্ঠ এবং নাজমুল হাসান নাঈম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এলক্ষে আজ শনিবার (৮আগস্ট) পাইপ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় দীর্ঘদিনের বৃহৎ সমস্যার অবসান ঘটেছে।
Discussion about this post