সকালে বিদেশ গমনেচ্ছুদের দক্ষতা উন্নয়নে সারা দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
বিএমইটি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে অধ্যক্ষদের উদ্দেশে মন্ত্রী বলেন, করোনা সংক্রমণের মধ্যে যেসব প্রবাসী কাজ হারিয়ে দেশে ফিরেছেন প্রত্যাবাসনের লক্ষ্যে তাদের প্রশিক্ষণ দিয়ে আবারো বিদেশ পাঠানোর ব্যবস্থা করা হবে।
মন্ত্রী বলেন, অধিক পরিমাণে দক্ষ কর্মী বিদেশে প্রেরণ করতে পারলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে সহজ হবে।
অনুষ্ঠানে অংশ নেন সারাদেশের ৭০টি সরকারি টিটিসি’র অধ্যক্ষরা।
Discussion about this post