বাংলাদেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় আরও ৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। নতুন আরো ৪১৪ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৮৬ জনে। করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পাঁচ জন পুরুষ এবং দুই জন মহিলা। এরা সবাই ঢাকার।
তিনি বলেন, গত ২৪ সুস্থ হয়ে উঠেছেন আরো ১৬ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ১০৮।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায়ভাইরাসে বিদেশে ৩ শতাধিক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বিদেশ ফেরতদের কোয়ারেন্টিনে থাকতে হবে।
Discussion about this post