সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার এক বিয়ের অনুষ্ঠান পুলিশ কর্তৃক পন্ড করে দেয়া হয়েছে। সূত্রে জানা গেছে বিশ্বব্যাপী যখন এক দুর্যোগের ঘনঘটায় আতংকের মধ্যে আছে যেখানে দুজন মানুষ একত্রে না হওয়ার বিধিনিষেধ আরোপ করা সেখানে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করার প্রশ্নই আসেনা? আর এই বিধি নিষেধ অমান্য করে বিয়ের আয়োজনের খবর গোপন সূত্রে পেয়ে সাতক্ষীরা জেলা বাল্যবিবাহ প্রতিরোধকারী সংগঠন বেস্ট টিম সাতক্ষীরা দেবহাটা থানা পুলিশের সহযোগিতা য় আজ ৩০ মার্চ-২০২০ রোজ সোমবার সকালে দেবহাটার সেকেন্দারা মোড়ের মৃধা পাড়া মসজিদের পাশে করোনাকে তোয়াক্কা করে স্থানীয় এলু’র কন্যা দাখিল পড়ুয়া ছাত্রীর বিয়ের আয়োজন না করার জন্য হুঁশিয়ারী প্রদান করেন। তাদের কে আরো হুঁশিয়ার দেয়া হয় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনারা একটা দুর্যোগপুর্ণ ঝুঁকির মধ্যে বিয়ে অনুষ্ঠানের নামে জনসমাবেশের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ানোর আয়োজন করছিলেন যাহা মারাত্মক অপরাধের সামিল, দেশ করোনার প্রভাব মুক্ত হলে বিয়ের আয়োজন করার জন্য তাদের কে অবহিত করা হয়।
Discussion about this post