আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলাধীন দেবহাটা উপজেলার পল্লীতে শ্বাসরোধ করে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে আজ (২৫ জুন) রোজ শুক্রবার দেবহাটা উপজেলার সখিপুর টেলিফোন টাওয়ার সংলগ্ন এলাকায় স্থানীয়রা একটি মৃত্যু দেহ পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয়, পুলিশ ঘটনাস্থলে এসে মৃত্যু দেহটি উদ্ধার করে। পুলিশ জানায় মনিরুল ইসলাম (৩৫) নামের এই ইজিবাইক চালককে গলায় প্লাস্টিকের রশি দিয়ে শ্বাসরোধে হত্যা করে ইজিবাইক ও স্মার্টফোন নিয়ে পালিয়ে গেছে, হত্যাকারিরা। তথ্যানুসন্ধানে আরো জানা গেছে, দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মৃত্যু ইসমাইল গাজীর ছেলে মনিরুল ইসলাম (৩৫) এর পরিবারের ভাষ্যমতে, বৃহষ্পতিবার বাড়ি থেকে দুপুরে খেয়ে, ইজিবাইক নিয়ে বের হয় সে। কিন্তু অন্যান্য দিনের ন্যায় সন্ধ্যার পর বাড়ি না ফিরলে উদ্বিগ্ন হয়ে পড়ে তার পরিবার। রাত ১০টার দিকে তার স্ত্রী ফোন করলে মনিরুল জানায়, দেবহাটা থানা এলাকায় একটি ভাড়া আছে, তাদেরকে পৌঁছে দিয়ে ভাড়ার টাকা নিয়ে বাড়ি ফিরবে সে। কিন্তু রাত গড়িয়ে ভোর হলেও বাড়ি ফেরেনি মনিরুল। ধারনা করা হচ্ছে গভীর রাতে তাকে শ্বাসরোধ করে হত্যার পর তার লাশটি রাস্তার পাশের সব্জি ক্ষেতে ফেলে রেখে ইজিবাইক ও তার ব্যবহৃত স্মার্টফোনটি নিয়ে পালিয়ে যায় হত্যাকারিরা। শুক্রবার সকালে স্থানীয়রা সব্জি ক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে দেবহাটা থানায় খবর দেয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শনসহ ইজিবাইক চালকের লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকারিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
Discussion about this post