সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার দেবহাটা থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার সাহা সূত্রে জানা গেছে গ্রেফতারী পরোয়ানা মুলে আটককৃত ২ জন আসামি কে আটক পূর্বক আজ সকালে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। জানা গেছে, এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে গতকাল এসআই, নয়ন কুমার চৌধুরী সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর-২৩১/১০(সাতঃ) এর আসামী ১। মোঃ হাফিজুর মোল্লা, পিতা-গনি মোল্লা, সাং-চরবালিথা ও জিআর-৯৩/১৯ এর আসামী ২। মোঃ ফজলূ সরদার, পিতা-মৃত জুড়োল সরদার, সাং-বসন্তপুর, উভয় থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদ্বয়কে নিজ নিজ মৎস্য ঘেরের বাসা হইতে গ্রেফতার করেন।
Discussion about this post