দিনাজপুরের বিরলে মো. কিবরিয়া (৩৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কিবরিয়া বিরল উপজেলার ১০ নম্বর রানীপুকুর ইউনিয়নের হালজায় গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে।
জানা গেছে, রবিবার মোটরসাইকেলযোগে রানীপুকুর বাজার থেকে নলদীঘি এলাকায় যান কিবরিয়া ও তার এক বন্ধু দুলাল। রাতে সেখান থেকে কাজ শেষে ফেরার পথে রাঙ্গণ হাড়িপুকুর নামক স্থানে কয়েকজন দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে কিবরিয়াকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। এ সময় দুলাল মোটরসাইকেল থেকে নেমে পালিয়ে গিয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে কিবরিয়াকে আহত অবস্থায় উদ্ধার। এরপর তাকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসাপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ হিমঘরে রাখা হয়েছে। মামলা শেষে ময়নাতদন্তের জন্য তা মর্গে পাঠানো হবে জানান তিনি।
Discussion about this post