দশমিনা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দশমিনার রনগোপালদী ইউনিয়নের গুলির পুল এলাকায় আজ বৃহষ্পতিবার রাত ৯.০০টায় মটর সাইকেল ও অটো ভ্যানের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপালাতালে প্রেরন করা হয়েছে। আহতরা হলেন আরজবেগী গ্রামের শাহিন (১৭), বাকেরগঞ্জের উপজেলার ইয়ারুল ( ১৭)পূর্ব আলিপুর গ্রামের সানু গাজী (৬০) ও মোসলেম আকন (৪৫) সৈয়দ জাফর গ্রামের জাকির (৪৫) প্রতক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে যান যায় আজ বিকালে ঝড়ো হাওয়ায় রাস্তার উপরে গাছ উপরে পরে। রাস্তায় অন্ধকার থাকায় মোটর সাইকেল চালক শাহিন উপরে যাওয়া গাছের সাথে ধাক্কা খেয়ে অটো ভ্যানের উপরে পরে যায় এতে অটোভ্যান নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ছিটকে পরে এ হতাহতের ঘটনা ঘটে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে দশমিনা সদর হাসপাতালে নিয়ে আসে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোটর সাইকেল চালক শাহিন , অটোভ্যানের যাত্রী সানু গাজী, মোসলেম আকনকে বরিশালে উন্নত চিকৎসার জন্য প্রেরন করেন। বাকী দুই জন দশমিনা সদর হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় আছে।
Discussion about this post