পটুয়াখালীর দশমিনা উপজেলায় আরজবেগী এস এ মাধ্যমিক বিদ্যালয়ে দশমিনা থানা পুলিশের আয়োজনে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতনতা মূলক এ গুরত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন সদ্য যোগদান কৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস, দশমিনা থানা পুলিশ অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দীন, সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী এম.আর.প্রিন্স, বি আর ডি বি কর্মকর্তা শেখ জাহাঙ্গীর কবির, শিক্ষক মণ্ডলী, সূধীজন সহ বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী। স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন সামাজিক অনাচার অবক্ষয়, ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধে এ কর্মসূচি সমাজে শান্তি শৃঙ্খলা উন্নয়নে প্রভাব বিস্তার করেছে। দশমিনা থানা পুলিশ অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দীন বলেন, বিবেকের তাড়নায় অতিরিক্ত দায়িত্ব পালনে এ কার্যক্রম চলমান প্রক্রিয়া, দেশপ্রেম ও শান্তি শৃঙ্খলা আনায়নে প্রতিটি নাগরিক সুনাগরিক হিসেবে গড়ে ওঠা প্রয়োজন।
Discussion about this post