প্রতিনিধি দশমিনাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত দেশব্যাপী ” গাছ লাগাও পরিবেশ বাঁচাও ” এই স্লোগানকে ধারণ করে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে ২১ জুন বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ দশমিনা উপজেলা শাখা । আজ রবিবার সকালে দশমিনা সদরের বিভিন্ন সড়কে জাতীয় শ্রমিকলীগ দশমিনা উপজেলা শাখার সভাপতি কাজি শাহজাহান মাস ব্যাপী কর্মসূচীর উদ্ভোধন করেন। এ সময়ে জাতীয় শ্রমিকলীগ দশমিনা শাখার সভাপতি কাজী শাহজাহান বলেন জাতীয় শ্রমিকলীগ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন ও সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান এর নির্দেশে ও স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এর সহযোগীতায় তারা এ কর্মসুচী পালন করছেন। তিনি আরোও জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাস ব্যাপী এই বৃক্ষ রোপন কর্মসূচি চলবে। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ দশমিনা উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ মহসীন জোমাদ্দার,সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন সরদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ সাফায়েত হোসেন, সহ-সভাপতি মোঃ মজিবর ডাক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রকি সিকদার, সাংষ্কৃতিক সম্পাদক বাবু সমীর হাজরা প্রমুখ।
Discussion about this post