দশমিনা প্রতিনিধিঃ পটুয়াখালীর দশমিনায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রদত্ত কর্মসূচী অনুযায়ী করোনাভাইরাস সংক্রমন জনিত কোভিড-১৯ প্রতিরোধে গৃহীত পদক্ষেপের কারনে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে দশমিনা উপজেলা ছাত্রদল। উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইকবাল বশিরের উপস্থিতে দশমিনার শ্রমজীবি ২০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। আজ শুক্রবার বিকালে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল,পিয়াজ, আলু ও সাবান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সাকিব আহমেদ, প্রচার সম্পাদক মোঃ মেরিন মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ রানা মিরাজ, কলেজ ছাত্রদল নেতা শাহরিয়ার কালু প্রমুখ। এ সময়ে দশমিন উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইকবাল বশির বলেন, বর্তমানে করোনাভাইরাস মহামারীতে দেশের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। রাজনীতির উর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে। এ ছাড়াও এ দুর্যোগময় মুহূর্তে উপজেলা ছাত্রদল উপজেলার বিভিন্ন মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, শহরের প্রধান সড়ক ও হাঠবাজার’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্পে মারা সহ সাধারন মানুষদের মধ্যে মাক্স, সাবান ও সচেতনতা মূলক লিফলেট বিতরন করেন।
Discussion about this post