প্রতিনিধি,দশমিনা (পটুয়াখালী) ঃ অমবশ্যা ও ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে দশমিনা উপজেলার চরহাদি, চরশাহজালাল, চরবোরহান, চর ফাতেমা, চর বুথাম ও চর আজমাইনে ৪/৫ফুট পানিতে প্লাবিত হওয়ায় আজ বুধবার সকাল থেকেই মানুষ ছুটছে আশ্রয় কেন্দ্রে। এ ছাড়া তেতুঁলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ায় মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই নিকটবর্তী আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ আশ্রয় নিয়েছে। আশ্রিত মানুষের মাঝে উপজেলা প্রশাসন উদ্যোগে খিচুরি ও শুকনো খাবার বিতরন করেছেন বলে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস জানিয়েছেন।
Discussion about this post