প্রতিনিধি,দশমিনা (পটুয়াখালী) ঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মর্দনা গ্রামে জমি চাষাবাদের (মাহিন্দ্ররা) ট্রাক্টর চলাচলকে কেন্দ্র করে দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষে নারী পুরুষসহ ৯জন আহত হয়েছে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। আহতদেরকে দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মর্দনা গ্রামের কাঞ্চন রাড়ি বাড়ির রাস্তা দিয়ে সাইদুল গংদের (মাহিন্দ্ররা) ট্রাক্টর চলাচল করায় খালেক রাড়ি গংরা বাধাঁ দেয়। সাইদুল গংরা ক্ষিপ্ত হয়ে রোববার রাত ৯টায় খালেক গংদের উপর হামলা করে। এতে হাওয়া বিবি (৫০) ও রেজাউল (২৫) আহত হয়। আহতদেরকে ওই রাতে দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার সকাল ৯টায় খালেক গংরা দলবল নিয়ে সাইদুল গংদের সাথে বাকবিতর্কে জড়িয়ে পরে। এক পর্যায় উভয়পক্ষ উত্তেজিত হয়ে হামলা সংঘর্ষে লিপ্ত হয়। এতে সাইদুল গংদের শাহজাহান (৪১), হাবিবুর রহমান (২৪), রুনিয়া (৩০) ও মাহিনুর (৩৫) এবং অপর পক্ষের খালেক রাড়ি (৫৫), রিয়াজ (৩০) ও লামিয়া (১৪) আহত হয়। আহতদেরকে দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দশমিনা থানার অফিসার ইনচার্জ এস,এম জালাল উদ্দিন জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Discussion about this post