সাফায়েত হোসেন দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের মাঝে ৮ সেট সুরক্ষা সরঞ্জাম বিতরণ করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি)। সুরক্ষা সরঞ্জামের মধ্যে হ্যান্ড থার্মাল স্ক্যানার, সুরক্ষা পোশাক, চোখের সুরক্ষায় চশমা, হ্যান্ড গ্লাভস ও মাস্ক রয়েছে। এছাড়া উপজেলার ৭জন ইউনিয়ন চেয়ারম্যানদেরকে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক এ্যাডঃ ইকবল মাহম্মুদ লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন পালোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন্নাহার খান ডলি, দশমিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. জালাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম. দেলোয়ার হোসাইন প্রমুখ। এছাড়া স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা, দশমিনা, রনগোপালদী, আলীপুর ও বেতাগী সানকিপুর ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরন করেন।
Discussion about this post