প্রতিনিধি দশমিনাঃ
পটুয়াখালীর দশমিনায় করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে সচেতনতার লক্ষ্যে ব্যাক্তি উদ্যোগে ১০০০ সাবান বিতরন করেছেন দশমিনা উপজেলা যুবলীগের সমন্বয়ক এ্যড আজিমুর রাইহান শাহিন। আজ শুক্রবার সকাল ১১ টায় উপজেলার বিভিন্ন স্থানে শ্রমজীবি মানুষের মাঝে করোনা ভাইরাস সচেতনার লক্ষ্যে এ সাবান বিতরন করা হয় ও বাজারের দোকানে বিভিন্ন সড়কে জীবনু মুক্ত স্প্রে দেয়া ছিটানো হয়। এ বিষয়ে যুবলীগ নেতা এ্যাড. আজিমুর রাইহান শাহিন জানান পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে মরনঘ্যাতি করোনা ভাইরাস আমাদের দেশেও এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে তাই আমাদের সকলকে সচেতন হতে হবে, পরিষ্কার পরিছন্ন থাকতে হবে ২০ মিনিট পর পর সাবান দিয়ে ভালো ভাবে হাত ধুতে হবে, রাষ্ট্রের সকল বিধি নিষেদ মেনে চলতে হবে। আমি আমার ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে দশমিনার মানুষকে সচেতন করতে এ ক্ষুদ্র প্রয়াস। তিনি জানান হাজার গরিব মানুষের মাঝে এ হাত ধোয়ার সাবান বিতরন করা হবে এবং হাটে বাজারের বিভিন্ন স্থানে জীবানু নাশক স্প্রে ছিটান হবে।
Discussion about this post