দশমিনা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দশমিনায় করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত উপজেলা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান রহমান, দশমিনা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যড. ইকবাল মাহামুদ লিটন, রনগোপালদী ইউপি চেয়রাম্যান মোঃ নাসির উদ্দিন সিকদার, বেতাগী সানকিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মহিবুল আলম, দশমিনা ইসলামিয়া ফাজিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোসলেম উদ্দিন, দৈনিক ভোরের পাতার উপজেলা প্রতিনিধি সাফায়েত হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। সভায় করোনা প্রতিরোধে সকল প্রকার জমায়েত, সভা, জনসমাগম অনুষ্ঠানাদি এড়ানোর জন্য সবাইকে অনুরোধ করা সহ প্রচারনামূলক হ্যান্ড বিল বিতরন ও সকল ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে স্থানীয়দের সচেতন করার সিদ্ধন্ত গৃহীত হয়। এছাড়াও সম্প্রতি যারা বিদেশ থেকে এসেছেন তাদের জনসম্মুখে ঘোরাঘুরি না করে ১৪ দিন হোম কোয়ারেটানে থাকা বাধ্যতা মূলক করা হয়েছে।
Discussion about this post