কমল বাউফল প্রতিনিধি: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। বন্ধ রয়েছে সব ধরনের অফিস-আদালত। দেশব্যাপী অঘোষিত চলছে লকডাউন। বৈশ্বিক এই ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় অসহায় ও নিম্ন আয়ের মানুষদের জন্য ত্রাণের ব্যবস্থা করেছে সরকার। আর এই ত্রাণ নিয়ে দুর্নীতি না করার জন্য নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তার নির্দেশনা স্বত্তেও করোনাভাইরাসের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও থেমে নেই ত্রাণের চাল চুরি। বাউফল উপজেলার ৬ নং কনকদিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহীন হাওলাদার এর বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী ব্যক্তি জানিয়েছেন ১২ এপ্রিল রবিবার রাতের আঁধারে কনকদিয়া ইউনিয়ন পরিষদ থেকে প্রায় ৫০ বস্তা চাল ২০ বস্তা ডাল ভ্যানে করে নিতে দেখা গেছে। শাহিন হাওলাদার এর নামে বিগত দিনে ইউনিয়নে আশা ত্রাণ নিয়ে অনিয়মের লিখিত অভিযোগ রয়েছে। উল্লেখ্য সরকার থেকে আসা ত্রাণসামগ্রী নিম্ন আয়ের মানুষদের পাওয়ার কথা থাকলেও পাচ্ছেন না তারা। ত্রাণ নিয়ে স্বজনপ্রীতি করছেন শাহিন হাওলাদার ও তার লোকজন। চেয়ারম্যানের সাথে ভালো সম্পর্ক না থাকলে মিলছে না ত্রাণ। কনকদিয়া ইউনিয়নে গরিব দেখে ত্রাণ সরবরাহ হচ্ছে না। আরো জানা যায় শাহিন হাওলাদার ইউনিয়ন পরিষদে রাত্রিযাপন করে অনৈতিক কর্মকান্ড করে থাকেন।
Discussion about this post