বাংলাদেশ সেনাবাহিনীর কাজে নিয়োজিত এবং জরুরি খাদ্য পরিবহনের স্টিকার ব্যবহার করে ত্রাণ দেয়ার নামে মাইক্রোবাস নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দিনাজপুরে চার ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের বড়ইল গ্রামের বাঁধের উপর একটি মাইক্রোবাস নিয়ে কয়েকজন লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় মাইক্রোবাস থেকে সন্দেহজনক চারজনকে আটক করে তল্লাশি চালিয়ে গাড়িতে থাকা চাকু, হাসুয়াসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তল্লাশিকালে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে একজন এএসআইসহ তিন কনেস্টবল আহত হন। এ সময় তাদের গাড়ির সামনে জরুরি খাদ্য সরবরাহ স্টিকার লাগানো এবং ভিতরে বাংলাদেশ সেনাবাহিনীর কাজে নিয়োজিত আরেকটি স্টিকার উদ্ধার করা হয়।
আটকরা হলেন- আবু মুসা, মাহবুব আলী শেখ, রাশেদ শেখ ও রাকিব হোসেন। সবার বাড়ি সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের বড়ইল গ্রামের বিহারীপাড়ায়।
Discussion about this post