মিজানুর রহমান ইমন, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় (২০ মে) বুধবার আনুষ্ঠানিকভাবে সরকারি খাদ্য গুদামে ধান, চাল ক্রয়ে সংগ্রহ অভিযান শুরু হয়েছে । সকাল ১১ টায় তারাকান্দা খাদ্য গুদামে এ কার্যক্রমে উদ্বোধন করেন, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারি, এ সময় উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী প্রদীপ কুমার চক্রবর্তী রণু ঠাকুর, সাধারণ সম্পাদক, আলহাজ্ব বাবুল মিয়া সরকার, সহ সভাপতি, মেজবাহ উল আলম রুবেল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক, শামসুল আলম রাজু, ও আজাহার ইসলাম সরকার, খাদ্য নিয়ন্ত্রক, আসদুজ্জামান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃ শহীদুল ইসলাম । সরকার নির্ধারিত মূল্য ২৬ টাকা কেজি দরে ধান, ৩৬ টাকা কেজি দরে শিল্পী অটো রাইস মিলের মালিক নিপুণ সরকারের কাছে চাল ক্রয় করেন খাদ্য কর্মকর্তাগণ । এ সময় তারাকান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আসদুজ্জামান জানান, খাদ্য গুদামে কৃষক ও মিলারদের কাছে আনুষ্ঠানিক ভাবে সংগ্রহ শুরু হলো । এ উদ্বোধনী কার্যক্রমের মধ্য দিয়ে খাদ্য গুদামে সরকার নির্ধারিত খাদ্য তালিকা মূল্যে ধান চাল সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে । অভিযানে এবার ধান ২৮৪৬ মেট্রিক টন, চাল সিদ্ধ, ৬৬০৯ মেট্রিক টন, আতপ ৩৫২০ মেট্রিক টন ক্রয় করা হবে । আর সংগ্রহ অভিযান চলবে, ৩১ আগষ্ট ২০২০ তারিখ পর্যন্ত
Discussion about this post