সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরায় তথ্য গোপন করে হাসপাতালে ভর্তি হওয়া এক যুবকের মৃত্যু হয়েছে।
মৃত্যুবরণকারী যুবকের নাম হারুন আর রশীদ।
সে কালিগঞ্জ উপজেলার ১০নং ধলবাড়িয়া ইউনিয়নের কাঁমারগাতী গ্রামের সাবেদ সরদারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গত ৫দিন আগে ঢাকা থেকে অসুস্থ অবস্থায় বাড়ি আসে হারুন।
জ্বর কাশিকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে শুক্রবার গ্রাম্য চিকিৎসকের পরামর্শে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর পাঠানো হয় এবং চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ২৫ এপ্রিল-২০২০ সকাল ৬ টায় ১০ মিনিটে মৃত্যু হয় তার।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবকের কাছে বারবার তার সাম্প্রতিক ইতিহাস জানার চেষ্টা করা হলেও, সে ও তার আত্মীয় স্বজনরা তথ্য গোপন করে, পরে মারা যাওয়ার পর তার আত্মীয় স্বজনরা বলছে সে সম্প্রতি ঢাকা থেকে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরে। তথ্য গোপন করা শাস্তিযোগ্য অপরাধ। তাকে আমরা করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে পারতাম। বিষয়টি নিয়ে চিকিৎসক নার্সদের মধ্যেও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তার নিকটাত্মীয়দের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হচ্ছে বলে জানা গেছে এবং ৬ টি পরিবারকে লকডাউন করা হয়েছে।
Discussion about this post