টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানভাসি মানুষের। এখনও নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে, হুহু করে বন্যার পানি প্রবেশ করছে। জেলায় ১২ টি উপজেলার মধ্যে ১১ টি উপজেলাই বন্যা কবলিত হয়ে প্রায় ৭ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে।
টাঙ্গাইলের বাসাইল উপজেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। উপজেলার ৬ টি ইউনিয়নই পানিতে ভাসছে। উপজেলার ৯৫ শতাংশ মানুষের ঘরে পানি উঠে মানবতর জীবন যাপন করছে।
জেলা শহরে যাওয়ার প্রধান সড়কসহ প্রায় সকল রাস্তাঘাট, হাট বাজার তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুরের লাখ লাখ টাকার মাছ, সর্বশান্ত হয়েছে মৎস চাষীরা।
অনেকেই অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন যাপন করলেও সরকারি-বেসরকারি ত্রাণ সহায়তা পায়নি বলে অভিযোগ বানভাসি মানুষের।
Discussion about this post