চূড়ান্ত হওয়া সূচিতে দুই দল শুরুতে খেলবে ওয়ানডে সিরিজ, এরপর টি-টোয়েন্টি। আগামী ১৩ই মার্চ বাংলাদেশ প্রথম ওয়ানডে খেলবে ডানেডিনে। পরের দুই ওয়ানডে ১৭ ও ২০শে মার্চ ক্রাইস্টচার্চে ও ওয়েলিংটনে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৩শে মার্চ, নেপিয়ারে। ২৬শে মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি অকল্যান্ডে, শেষ টি-টোয়েন্টি ২৮শে মার্চ হ্যামিল্টনে।
করোনাভাইরাস মহামারির কারণে গত মার্চের পর কোনো প্রফেশনা ম্যাচ খেলেনি টাইগাররা। লঙ্কা সফর দিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা থাকলেও দেশটির কোয়ারেন্টিনের নিয়মে কড়াকড়ি থাকায়তিন ম্যাচের টেস্ট সিরিজটা স্থগিত হয়ে যায়।
Discussion about this post