লিগে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার লক্ষ্যে নামা পিএসজিকে এ ম্যাচেও চেনা রূপে দেখা যায়নি। অধিকাংশ সময় বল দখলে রেখে খেললেও খুব বেশি নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি তারা। গোলনিল থেকেছে ফার্স্টহাফ। ম্যাচের ৬৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজি ডিফেন্ডার আবদু দিয়ালো।
বিশ মিনিট বাদে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন দলটির আরেক ডিফেন্ডার বদলি নামা হুয়ান বের্নাত। ৯ জনের দলে পরিণত হয় টানা তিনবারের চ্যাম্পিয়নরা। অবশেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোলের দেখা পায় পিএসজি। কাছ থেকে হেডে ৩ পয়েন্ট নিশ্চিত করেন জার্মান মিডফিল্ডার ড্রাক্সলার।
তৃতীয় ম্যাচে এসে প্রথম গোল ও জয় পাওয়া পিএসজি আছে ১৫তম স্থানে। সমান তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রেন আর সমান পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে যথাক্রমে মোনাকো ও লিল।
Discussion about this post