করোনাভাইরাস মোকাবিলায় জরুরি চিকিৎসা সামগ্রী কেনায় দুর্নীতির অভিযোগে স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়া মোয়োকে বরখাস্ত করেছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানগাগওয়া। প্রায় ছয় কোটি ডলার দুর্নীতির অভিযোগে গত মাসে গ্রেফতার হওয়ার পর বর্তমানে জামিনে আছেন তিনি।
অপরাধ প্রমাণ হলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার। এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, করোনা মোকাবিলায় জরুরি ওষুধ, টেস্ট, কিট ও পিপিই সরবরাহে এ দুর্নীতি হয়েছে। এখন পর্যন্ত জিম্বাবুয়েতে ৭৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে নয়জন।
মঙ্গলবার (৭ জুলাই) জিম্বাবুয়ে সরকারের মুখপাত্র নিক মাঙ্গওয়ানা এক বিবৃতিতে জানান, একজন মন্ত্রী হিসেবে অনুপযুক্ত আচরণের জন্য ওবাদিয়া মোয়োকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
গত মাসে, সরকারি অর্থায়নে প্রায় ছয় কোটি
ডলার মূল্যের জরুরি ওষুধ, টেস্ট কিট ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)
কেনায় দুর্নীতিতে জড়িত অভিযোগে স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
Discussion about this post