মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার ফয়জুল্লাকান্দি ইউপির পাড়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম হুমায়ূন চৌধুরী (৭৫)। ঘটনার পর থেকে ঘাতক ছেলে রাজীব পলাতক রয়েছে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাউদ্দিন আহমেদ জানান, নিহত হুমায়ন চৌধুরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ছেলে রাজীব ধারালো বটি দিয়ে বাবার মাথায় আঘাত করলে ঘটনাস্থলে হুমায়ূন চৌধুরীর মৃত্যু হয়। ঘাতক রাজীবকে ধরতে পুলিশ চেষ্টা করছে বলেও জানান তিনি।
Discussion about this post